সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মড়চে পড়েছে দ্বারিকা শিল্পাঞ্চলের একের পর এক গেটে, কাজ হারিয়েছে হাজার হাজার শ্রমিক, শিল্পের সন্ধানে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে অথচ রাজ্যের শিল্পাঞ্চলে মরচে ধরেছে । লালমাটি জেলায় বাঁকুড়ার অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল বিষ্ণুপুরের দ্বারিকা । ২০১৪ সালের পর থেকে দ্বারিকায় বন্ধ হয়ে যায় একের পর এক শিল্পের গেট, কাজ হারায় এলাকার প্রায় হাজার পাঁচেক শ্রমিক। আশির দশকের মাঝামাঝি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন ‘বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার’ তৈরি করতে উদ্যোগী হয়। বিষ্ণুপুর শহরের উপকণ্ঠে দ্বারিকা-গোসাঁইপুর পঞ্চায়েত এলাকায় জমি অধিগ্রহণ শুরু হয়। দ্বারিকা, শ্যামসুন্দরপুর, অবন্তিকা ও বিষ্ণুপুরের বাসিন্দারদের জমি নেওয়া নিয়ে কম ঝামেলা হয়নি। নয়ের দশকে প্রথমে প্রায় ১৯৬ একর জায়গা জুড়ে শিল্প তালুকের পথচলা শুরু হয়। সরকারি ভর্তুকি নিয়ে ১০টি কারখানা চালু হয়। কর্মসংস্থান হলেও তারপরে যে ভাবে জ্বলে উঠেছিল কারখানার আলো, ২০১৪ সালের পর থেকে একে একে লিখতে থাকে কারখানার গতিপথ। দ্বারিকা গ্রামই নয়, আশপাশের শ্যামসুন্দরপুর, দেউলি, সুভাষপল্লি, অবন্তিকা, বনমালিপুর, জয়কৃষ্ণপুর, জয়রামপুর থেকে তিন শিফটে হাজার-হাজার শ্রমিক এই শিল্প তালুকে কাজে আসতেন। কাজ হারিয়েছেন তাঁদের অনেকেই। বিশ্বকর্মা পুজো এলে বুকটা মোচড় দিয়ে ওঠে শ্রমিকদের। বছর কয়েক আগেও বিশ্বকর্মা পুজোয় শিল্পতালুক আলোয় সেজে উঠত। বড় বড় শামিয়ানা ও মণ্ডপ তৈরি হত। গান-বাজনা হত। এলাহি খাবারের আয়োজন থাকত। ছেলেমেয়ে, স্ত্রীকে নিয়ে সকলে কারখানায় আসতো বিশ্বকর্মা পুজো দেখার জন্য। আজ শিল্পাঞ্চলে কারখানাগুলোর গেটে বড় বড় তালা ঝুলছে, সন্ধ্যে হলেই অন্ধকার ঘনিয়ে আসে, আর বিশ্বকর্মা পুজোও হয় না আলোর রশ্মিও দেখা যায় না। এমত পরিস্থিতিতে শ্রমিকরা দিন গুনছে কবে এই শিল্পতালুকে কারখানা গুলি চালু হবে । গমগম করে উঠবে এলাকা, কাজ পাবে শ্রমিকরা। অন্যদিকে, দ্বারিকা শিল্পাঞ্চল নিয়ে স্বাস্থ্য বিরোধী একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতেই ব্যস্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে কটাক্ষ করে বলেন দ্বারিকা শিল্পাঞ্চল বন্ধ হয়েছে তৃণমূল সরকারের আমলে, দ্বারিকায় তৃণমূল কংগ্রেস নতুন শিল্প চালু করেছে সেটা হল দ্বারিকা শিল্পাঞ্চলের মাল মেটিরিয়ালস বিক্রি করার। অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ব্যানার্জি বলেন দ্বারিকায় যে শিল্প গুলি ছিল সিপিএমের আমলে এই কারখানা গুলি বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় নতুন করে তৃণমূল সরকার ভাবছে ইতিমধ্যে একটি কারখানার পূণঃ সংস্করণের কাজ শুরু হয়েছে, আগামী দিনের সমস্ত কারখানা গুলি চালু হবে এলাকার মানুষের সমস্যার সমাধান হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct