আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের পঞ্চম দিন রবিবার স্থানীয় সময় দুপুরে তিনি মাদ্রিদ থেকে বার্সেলোনায় পৌঁছেছেন ট্রেনে চড়ে। মাদ্রিদ থেকে বার্সেলোনা যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগে। যদিও আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনে এই রুটে ভ্রমণ করবেন। কিন্তু অন্য সাধারণ যাত্রীদের মতো তিনি প্রথম শ্রেণীর পরিবর্তে দ্বিতীয় শ্রেণীর কামরায় বার্সেলোনা যান। অবশ্য
স্পেনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক বাংলার মুখ্যমন্ত্রীর জন্য প্রথম শ্রেণীর ট্রেন যাত্রার ব্যবস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রী যখন রেল স্টেশনে পৌঁছন, তখন তিনি তাঁকে প্রথম শ্রেণি নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরল থাকতে পছন্দ করেন। তাই মমতা রাষ্ট্রদূতের অনুরোধ প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের সঙ্গে বার্সেলোনায় পাড়ি জমান। এর আগেও ভিআইপি নিরাপত্তা বৃত্ত ছেড়ে সাধারণ মানুষের ভিড়ে যোগ দিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ক্ষেত্রেও বাংলার মুখ্যমন্ত্রী কোনও বিশেষ ব্যবস্থা নিতে রাজি হননি। উল্টো মমতা মাদ্রিদ থেকে বার্সেলোনা পর্যন্ত সাধারণ ক্লাসে ভ্রমণ করলেন। স্পেন সফরের শুরু থেকেই মমতা ব্যানার্জি এই ট্রেনযাত্রার অপেক্ষায় ছিলেন।
মুখ্যমন্ত্রী প্রথম শ্রেণির কামরায় না উঠলেও মাদ্রিদ থেকে সুপারফাস্ট ট্রেনের প্রথম শ্রেণিতে করে বার্সেলোনা পাড়ি দেন স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ পোশাক পরে ট্রেনের সিটে বসে থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, পথে তিনি সিট থেকে উঠে অন্যদের সঙ্গে আড্ডা দেন। চলমান স্পেন সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা তাকে স্বাগত জানান। পৃথকভাবে মুখ্যমন্ত্রী প্রবাসীদের সঙ্গে বৈঠক করেন। নৃত্য গীত পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাঙালিরা মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি শিল্প গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। মাদ্রিদের মতো বার্সেলোনাতেও মঙ্গলবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct