মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রাজ্য মন্ত্রিসভায় যখন অন্যান্য মন্ত্রীদের গুরুত্ব কমছে ঠিক সেই সময়ই গুরুত্ব বাড়ছে মুখ্যমন্ত্রীর প্রিয় ব্যক্তিত্ব প্রদীপ মজুমদারের । মুখ্যমন্ত্রী বারবার আস্থা রাখছেন দুই বর্ধমানের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি প্রদীপ মজুমদারের প্রতি।পূর্ব বর্ধমানের রায়নার ভূমিপুত্র আবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার । প্রাক্তন মাল্টিন্যাশনাল কোম্পানি ডিরেক্টর দেশ-বিদেশে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদীপ মজুমদার প্রতি বারবার আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী করেন প্রদিপ মজুমদারকে এর সঙ্গে কৃষি, মৎস্য, প্রানি সম্পদ, উদ্যান পালন সহ রাজ্য তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার ও দায়িত্ব পালন করছেন । মুখ্যমন্ত্রী স্পেনে যাওয়ার আগে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করেন। অরূপ রায়ের সমবায় দপ্তর তিনি প্রদীপ মজুমদারের হাতে তুলে দেন । গত দুদিন আগে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের পশ্চিম বর্ধমানের ভাইস চেয়ারপার্সন হিসাবে প্রদীপ মজুমদারের নাম সিলেক্ট করেছেন । মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের উপদেষ্টা, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, সমবায়, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ এতগুলি দপ্তর সুচারুরূপে পালন করার যোগ্যতা বা ক্ষমতা রাজ্যের একমাত্র প্রদীপ মজুমদারই আছে বলে অনেকে মনে করেন। মুখ্যমন্ত্রীর প্রিয় প্রদীপদা বারবার কাজের মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে কেন মুখ্যমন্ত্রী তার প্রতি আস্থা রাখেন।নিরবে নিভৃতে কাজ করে যাওয়া ব্যক্তির নাম প্রদীপ মজুমদার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct