নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হকার উচ্ছেদকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন । শনিবার দুপুরে হকারদের বিক্ষোভকে কেন্দ্র আরপিএফের সঙ্গে সংঘর্ষ বাঁধে হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের ৫ নম্বর প্ল্যাটফর্মে হকার-আর পিএফ হাতাহাতি, লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর। অভিযোগ স্টেশনের ভিতরে হকারিতে বাধা দেওয়া বিক্ষোভ কর্মসূচি নেয় হকার ইউনিয়ন। নিতে হাওড়া স্টেশনে হকাররা আসতেই আরপিএফের আধিকারিকরা তাদের বাধা দেয়। এরপরই বচসাতে জড়িয়ে পড়ে হকার ও আরপিএফ কর্মীরা। উত্তপ্ত বচসা পরিণত হয় হাতাহাতিতে। স্টেশন চত্বরে এই গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। শনিবারের এই ঘটনাতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় বলেই আরপিএফ সূত্রে খবর।হকার ইউনিয়নের সংগঠনের আওতায় থাকা বিভিন্ন স্টেশনে হকারি করতে আরপিএফ বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলেই জানা যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ডিআর এমের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে হকার সংগঠনের সদস্যরা। এতে স্টেশনে আসা নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন। এরপর তাদের সেখান থেকে তুলে দিতে যায় আরপিএফ কর্মীরা। বচসা থামাতে ও বিক্ষোভ হটাতে আরপিএফ লাঠিচার্জ করে। উল্লেখ্য চলতি সপ্তাহের বৃহস্পতিবারও হাওড়া স্টেশনের হকারদের সঙ্গে কর্তব্যরত আরপিএফের একপ্রস্থ অশান্তি হয়। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মধ্যে যে হকাররা বসেন তাঁদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করে আরপিএফ কর্মীরা। যদিও শেষপর্যন্ত বৃহস্পতিবার তাদের সরায় নি। যদিও বৃহস্পতিবার দিনের পর ফের শনিবার ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুইপক্ষের হাতাহাতির জেরে লাঠিচার্জ করে রেল পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করেছে রেল পুলিশ। খবর সংগ্রহে আসা সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct