জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: জন্মদিনের পার্টিতে ডেকে চার বন্ধু মিলে অপহরণ এক নাবালিকাকে, অপহরণের তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ। ঘটনার একদিন পর উদ্ধার নাবালিকা। শুক্রবার চারজনকে চুঁচুড়া আদালতে পাঠালে সকলকেই পাঁচদিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওইদিন রাতেই চুঁচুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নামজাদা কলসিত অভিজাত হোটেলের ম্যানেজার গৌরাঙ্গ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। গৌরাঙ্গকে শনিবার চুঁচুড়া আদালতে তোলা হয়। ওই নাবালিকার পরিবার ও পুলিশ সূত্রে খবর, গত ১৩ অগাষ্ট চুঁচুড়া মহকুমার বাসিন্দা নবম শ্রেণীর ওই নাবালিকাকে জন্মদিনের পার্টি আছে বলে ফোন করে ডেকে নিয়ে যায় কাপাসডাঙ্গার বছর কুড়ির এক তরুণ বলে অভিযোগ। ওই তরুণ ফোনে নাবালিকার মাকে জানিয়েছিল সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে মেয়েকে বাড়িতে দিয়ে যাবে। কিন্তু রাত সাড়ে আটটাতেও মেয়ে বাড়িতে না আসায় মেয়েকে খুঁজতে বের হন। রাত সাড়ে ন’টা নাগাদ আবার বাড়ি ফিরে আসেন। এরপর রাতে স্বামী কাজ থেকে ফিরে এলে দু’জনে মিলে মেয়েকে খুঁজতে বের হন। তখনও না পেয়ে গভীর রাত আড়াইটা নাগাদ দুজনেই ফিরে আসেন। পরদিন সকালে চুঁচুড়া থানায় গিয়ে মেয়ের মা নিখোঁজের অভিযোগ করেন। পুলিশ তদন্তে নেমে ওইদিনই কাপাসডাঙ্গা থেকে নাবালিকাকে উদ্ধার করে। ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ। এরপরই অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। জানা যায় চুঁচুড়া বাসস্টান্ডের ওই হোটেলেই সে দিন রাতে এই নাবালিকা সহ পাঁচজন ছিল। নাবালিকাকে বাকি চারজন আটকে রেখেছিল বলেই অভিযোগ। নাবালিকার মায়ের, এখন ঘটনা হচ্ছে শহরের একটি নাম-জাদা হোটেল , সেখানে রুম নিতে সকলের আইডি প্রুফ লাগলো, আর নাবালিকার আইডি প্রুফ দেখতে চাওয়া হলো না কেন , এই ঐতিহ্যের চুঁচুড়া শহরে এই ধরনের হোটেল গুলিকে, আগামী দিন কি পুলিশ কোন ব্যবস্থা নেবে, নাকি এর পরেও আবারো এই ঘটনা ঘটবে তার অপেক্ষায় চোখ চেয়ে বসে থাকবে, এই ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না তা খতিয়ে দেখাচ্ছে পুলিশ,
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct