আজিজুর রহমান, গলসি, আপনজন: অসুস্থ মানুষয়ের হাত ধরে শিবিরে পৌছে দিচ্ছেন ভূঁড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ ও তার অনুগামীরা। গলসি ২ নং ব্লকের ভুঁড়ি দ্বিজপদ জ্ঞানময়ী হাই স্কুলের দুয়ারে ডাক্তার শিবিরে এমনই ছবি দেখা গেল। সকাল থেকেই শিবিরের আসা অসুস্থ মানুষদের হাত ধরে পরিসেবা দিচ্ছেন তারা। এদিকে বাড়ির কাছে ডাক্তার বাবুদের কাছে চিকিৎসা করাতে এসে এমন সুবিধায় খুশি বয়স্ক মানুষরা। ফলে ওই শিবিরের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা রামমোহন বাসকি, বাধারানী রায় ও সেখ সবর আলিরা। জানাগেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে কয়েক বছর আগেই। যেখানে রাজ্যের কোটি কোটি মানুষ সরকারি পরিসেবা পেয়েছেন। সেই লক্ষে গলসি ২ নং ব্লক বিডিও অফিসও বেশ অগ্রনী ভূমিকা পালন করেছে। এবার ব্লক প্রশাসনের উদ্দ্যোগ শুরু হয়েছে দুয়ারে ডাক্তার শিবির। তাই মানুষকে বাড়ির কাছে বিনামুল্যে পরিসেবা দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এলাকার পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ ও তার অনুগামী সাউথ মল্লিক, গোপিনাথ মুখার্জ্জী সহ বেশকিছু তৃণমূল কর্মী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct