আমরা মানুষ
সুচিত চক্রবর্তী
হিংসা, ঘৃণা করে তোরা
ভাঙিস কেন ঘর ?
আমরা মানুষ মনে রাখিস
নেই যে আপন, পর।
নিজের মধ্যে বিবাদ করে
তুলিস কেন ঝড় ?
মানুষ ভেবে গর্ব করি
হোক না নানা ভাষা,
সুখ ও দুঃখে সময় কাটে
এটাই বড়ো আশা ।
মান ও হুঁশ আছে বলেই
অটুট ভালোবাসা।।
নিজের নিজের করে কেন
ভাবিস চিরকাল ?
গায়ের জোরে, টাকার জোরে
সামনে রাখিস ঢাল।
সময় যখন ঘুরবে তখন
বুঝবি নিজের হাল।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct