জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: আর মাত্র হাতে গোনা দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ট পুজো মা দূর্গা পুজো। আর তার আগেই একটি মঞ্চে মা দূর্গা কে নিয়ে উস্কানি মূলক বক্তব্য দিয়ে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন আদিবাসী কুড়মি সমাজের মূলমান্থা অজিত প্রাসাদ মাহাতো। আর তা নিয়েই শনিবার রীতিমতো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠলো। মা দূর্গা কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবিতে পুরুলিয়া শহরে মহামিছিল হয় হিন্দুদের। এদিন পুরুলিয়া শহরের সুভাষ পার্ক সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল শুরু হয় অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবিতে। পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ড হয়ে মিছিলটি পৌঁছায় পুরুলিয়া সদর থানায়। তারপর সদর থানার সামনে বিক্ষোভ দেখান ও তারপরেই পুরুলিয়া সদর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় অজিত মাহাতোর বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি একটি মঞ্চে অজিত মাহাতো কে মা দূর্গা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে দেখা যায় একটি ভিডিও তে (ভিডিওর সত্যতা যাচাই কর নি আপনজন পত্রিকা)। আর তারেই প্রতিবাদে পুরুলিয়া শহরে মিছিল ও বিক্ষোভ দেখানো হয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে। এবিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায় বলেন, যে ভাষায় অজিত মাহাতো বক্তব্য দিয়েছেন জগৎ জননী মা দূর্গা কে নিয়ে তার প্রতিবাদ সমস্ত হিন্দু সমাজকে করা উচিত এবং এই লোকটাকে নাকে দড়ি বাঁধিয়ে পুরুলিয়ার রাস্তায় ঘোরানো উচিত। তিনি আরও বলেন এইরকম লোককে নিয়ে যদি আগামী দিনে কুড়মি সমাজ আন্দোলনে নামেন তাহলে তারা জনরসে পড়বেন। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন ,অজিত মাহাতো যে ভাবে মা দূর্গা কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তা কখনো কাম্য নয়। তাকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি সুজয় ব্যানার্জী, পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায়,পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জি ,পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর মৌসুমী ঘোষ সহ বিভিন্ন হিন্দু সংগঠন ছাড়া বিভিন্ন দলের নেতা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct