মনজুর আলম, মগরাহাট, আপনজন: জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগে এইচপিসিএলের ২২ লক্ষ টাকা আর্থিক সহযোগিতায় মগরাহাট দু নম্বর ব্লকের হাঁসুরি হাই স্কুলের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন হল। দীর্ঘদিন ধরে স্কুলের অতিরিক্ত ভবন ও কনফারেন্স হল না থাকার কারণে সমস্যা সম্মুখীন হচ্ছিল স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের। সমস্যার কথা জানতে পারেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল। প্রতিশ্রুতি অনুযায়ী শেষ হয় কাজ ,আজ সেই কনফারেন্স হলের দ্বার উদ্ঘাটন করেন সাংসদ প্রতিমা মন্ডল। নাম দেওয়া হয় ডক্টর বি আর আম্বেদকর কনফারেন্স হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct