বুকের উপর পড় ঝাঁপিয়ে
শেখ কামাল উদ্দীন
তুই কেন বড় হলি?
বল না মা তুই, কেন বড় হলি?
যখন তুই ছোট ছিলি
কত মজা, করতাম দুজনে।
বড় হয়ে মজাগুলো ভুলে গেলি!
তাই তো বলি কেন তুই বড় হলি?
বড় হয়ে সেদিনের কথা, কেমন করে ভুললি!
একবার যখন জন্ম নিয়ে আনন্দলহরী তুললি
শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেন তবে, এমন করে কাঁদালি।
ওরে মা ছোট হয়ে বুকের উপর পড় ঝাঁপিয়ে
আবার ডাক, প্রথম যেদিন বাবা বলে ডেকেছিলি।
তেমন করে ডাক আমারে
আবার আমরা ছুটে বেড়াই শিশির ভেজা ভোরে।।
কাঁদলে যে তুই কষ্ট হয়, জানিস নাকি মেয়ে!
শহর বড় নিষ্ঠুর রে, চল ফিরে যাই গাঁয়ে।
ছোট্ট মোদের কুটিরখানি গড়বো করে ভালো
তোর হাসিতে ফুটবে ফুল, ঘর হবে যে আলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct