রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর এক ছাত্র। বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া আরিয়ান সেখ। বাড়ি বহরমপুর থানার মেহেদিপুর গ্রামে । শুক্রবার দুপুরে স্কুলে গিয়ে ক্লাস না করে বন্ধুদের নিয়ে দুপুরে বহরমপুর থানার খাগড়া এলাকার গঙ্গা নদীপারে বেড়াতে যায় । সেখানে স্নানে করতে নেমে মর্মান্তিকভাবে গঙ্গায় তলিয়ে যায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে এয়াকায়। জানা গিয়েছে- স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে খাগড়া দশমুন্ড কালি বাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে যায় কৃষ্ণনাথ কলেজ স্কুলের অষ্টম শ্রেণীর ৪ ছাত্র। জলে নেমে সাঁতার না জানার কারণে বেসামাল হয়ে যায় চারজনের মধ্যে ৩ । যদিও তাদের মধ্যে একজন সাঁতার জানত । তার সাহায্যে অবশেষে ৩ জন জল থেকে উঠে আসতে সমর্থ হলেও জলে তলিয়ে যায় আরয়ান সেখ নামে এক ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। নিখোঁজ ছাত্রের খোঁজে নদীতে নামানো হয়েছে ডুবুরি। শুরু হয় উদ্ধার কাজ। তবে দিনের শেষ অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রের। ছাত্রের আত্মীয় মঞ্জিলা বিবি বলেন, ‘’আমরা জানি, ছেলে ইস্কুলে গিয়েছে। দুপুরে খবর পেলাম গঙ্গায় নেমে ডুবে গিয়েছে। এখন ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। শনিবার বিকেলে শশান ঘাট থেকে আরিয়ানের দেহ উদ্ধার হয়।ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ছেলের মৃত্যুর সঠিক তন্তের জন্য সি আই ডি দাবী জানিয়েছেন পরিবার। এই মর্মান্তিক ঘটনার স্কুল কর্তৃপক্ষ এবং পরিবারের সচেতনার অভাব বলেই মনে করছেন সমাজ সচেতন মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct