আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই হবে! অ্যারন ফিঞ্চের অবসরের পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব সামলাচ্ছেন ট্রাভিস হেড। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত হেড রান করেছেন ইনিংসপ্রতি ৬০.৮৪ গড়ে। মোট ৭৯১ রান এসেছে ১১৯.৮৪ স্ট্রাইক রেটে। পরিসংখ্যান বলছে, শুধু অস্ট্রেলিয়ার নয়, ফর্মের বিচারে এ মুহূর্তে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা হেড। এমন ছন্দে থাকা একজনকে বিশ্বকাপে শুরুর দিকে না–ও পেতে পারে অস্ট্রেলিয়া। এমনকি পুরো বিশ্বকাপেই তাঁর না খেলার শঙ্কা আছে।গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রানে ব্যাট করার সময় জেরাল্ড কোয়েৎজির বল হেডের বাঁ হাতের গ্লাভসে লাগে। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং শুরু করলেও ব্যথার কারণে তিন বলের বেশি ক্রিজে থাকতে পারেননি। তীব্র ব্যথার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে এক্স-রেতে হেডের হাতে চিড় ধরা পড়ে। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হেডের চোট নিয়ে বলেছেন, ‘এটি নিশ্চিত যে তাঁর হাতে চিড় ধরা পড়েছে। হেডের সেরে উঠতে কত দিন লাগবে তা এখনই বলা কঠিন। আমি কোনো চিকিৎসক নই। তবে মনে হচ্ছে, তর্জনীর একটু ওপরের দিকে লেগেছে। আমি সঠিক পরিভাষা জানি না। কিন্তু এটা নিশ্চিত যে চিড় ধরেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct