আপনজন ডেস্ক: সুপার ফোরে টানা দুই হারে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নিয়মরক্ষা করতেই নেমেছিল টাইগাররা। তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ ম্যাচটিতে অনন্য পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। হারিয়ে দিয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারতকে। ফাইনালের আগে টাইগারদের বিপক্ষে হার ভারতের জন্য সতর্কবার্তা বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। টানা দুই জয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। বাংলাদেশের বিপক্ষে হারলেও কোনো ক্ষতি হয়নি রোহিত শর্মাদের। তবে ফাইনালের আগে হারের অভিজ্ঞতা ভারতকে ভোগাবে বলে মনে করছেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতকে সতর্কবার্তা দিলো। মানছি, প্রধান খেলোয়াড়েরা খেলতে পারেননি। কিন্তু এরপরও ফাইনালের আগে জেতা প্রয়োজন ছিল।’ রমিজ বলেন, ‘এটা অবশ্য নিয়ম রক্ষার ম্যাচ। যদিও এ ধরনের ম্যাচের ভালো ব্যাপার হচ্ছে, বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ মেলে। বাংলাদেশও বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করেছে, যেখানে দুই তিনজন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct