এম মেহেদী সানি, শাসন, আপনজন: ‘তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা, আলো, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নয়ন হয়েছে ৷ তবে কাজের শেষ নেই, বারাসাত -২ পঞ্চায়েত সমিতির পুনরায় নবনির্বাচিত সভাপতি হিসেবে অসমাপ্ত কাজ গুলিকে সম্পন্ন করার পাশাপাশি আমার প্রথম লক্ষ্য হবে বারাসত - ২ পঞ্চায়েত সমিতির এলাকায় নিরক্ষরতা দূরীকরণ ৷ বর্তমান পরিস্থিতি কি রয়েছে তা খতিয়ে দেখে স্কুল ছুট রোধ করে সকলের মধ্যে সুশিক্ষার আলো পৌঁছে দিতে আমরা যত দ্রুত সম্ভব বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করব ৷’ পঞ্চায়েত সমিতিবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এমনটাই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত - ২ পঞ্চায়েত সমিতির পুনরায় নবনির্বাচিত সভাপতি ও বারাসাত-২ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মনোয়ারা বিবি ৷ পরপর ৬ বার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বারাসাত-২ পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হওয়া মনোয়ারা বলেন, আমার কাছে সবাই সমান, সমস্ত দলমত জাতি- ধর্ম - বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান নজর থাকবে পাশাপাশি মানবিক রাজ্য সরকারের সহায়তায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত
করবো ৷ দীর্ঘদিনের পোড় খাওয়া তৃণমূল নেত্রী মনোয়ারা বিবি প্রায় তিন দশক ধরে দক্ষতার সঙ্গে একাধিক প্রশাসনিক দায়িত্ব সামলেছেন ৷ জানা গিয়েছে ১৯৯৮ সালে প্রথম বার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ৷ পরবর্তী ২০০৩, ২০০৮, ২০১৩, ২০১৮, ২০২৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন ৷ ২০০৮ থেকে ২০১৮ সাল, দু’বার খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন ৷ ২০১৮ সালে দল তাঁকে সভাপতি হওয়ার সুযোগ দেয় ৷ এবার পঞ্চায়েত নির্বাচনে মনোয়ারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ পাশাপাশি ওই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফলতি বেলিয়াঘাটা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেদী হাসান ৷ এদিন তিনিও আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন ৷ ২০১৩ সালে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন ৷ এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, দলীয় সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ৷সর্বদা মানুষের কল্যাণে কাজ করার বার্তা দিয়ে মেহেদী বলেন, মানুষ আমাদের পাশে আছে, তার প্রমাণ এবারের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয় ৷ অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে কোনো রকম চিন্তিত নন বলেও জানিয়েছেন মনোয়ারা, মেহেদীরা ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct