নিজস্ব প্রতিনিধি, দমদম, আপনজন: দমদম ৫ নম্বর প্লাটফর্মে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পায় কল্যাণী থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেন। দমদম রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় ট্রেনটি। সমস্ত যাত্রীরাই প্রাণে বেঁচে যান।শনিবার সকালে কল্যাণী থেকে মাঝিরহাট গামী লোকাল ট্রেন দমদম স্টেশনে ঢোকার পরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে ট্রেনের গতিবেগ কম থাকায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। এরপরই দমদম রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম দাঁড়িয়ে থাকে ট্রেনটি। সমস্ত যাত্রীরা নিরাপদে ট্রেন থেকে নেমে যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ এবং রেলকর্মীরা। লাইনচ্যুত হওয়ার দরুণ শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়। এদিকে রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর রয়েছে।আজ শনিবার রামপুর-ছাতরা লাইনে ফের কাজ শুরু হয়েছে। আর সেই কারনে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আর এর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড শাখায় শুরু হবে কাজ। তাই আগামীকাল রবিবার এই লাইনের পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায়। আর সেই কারনে একাধিক ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct