আপনজন ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এসেছে নাসিম শাহর কাঁধের স্ক্যান রিপোর্ট। ডানহাতি এ পেসারের কাঁধের চোট প্রাথমিক অনুমান থেকেও গুরুতর। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মিস করতে পারেন নাসিম। শুধু বিশ্বকাপই নয়, সামনের ছয় মাসই মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। সে ক্ষেত্রে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজ ও আগামী বছরের পিএসএলও খেলা হবে না নাসিমের। ক্রিকইনফো জানিয়েছে, এখনই নাসিমকে নিয়ে আশা ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা ডানহাতি এ পেসারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার স্ক্যান করাতে চায়।গত সপ্তাহে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে ডান কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়ে যান নাসিম। একই ম্যাচে চোট পান পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ। দুজনই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মিস করেন। প্রাথমিক পরীক্ষায় রউফের চোট গুরুতর নয় বলে খবর আসে। আর নাসিমের বিষয়ে অধিনায়ক বাবর আজম বলেছিলেন, বিশ্বকাপের শেষ দিকে তাঁকে পাওয়া যাবে। কিন্তু দুবাই থেকে নাসিমের রিপোর্টে এসেছে খারাপ খবর। মাত্র ১৬ বছর বয়সে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা নাসিম অভিষেকের বছরখানেক পর পিঠের চোটে পড়েছিলেন। ১৪ মাস পর মাঠে ফিরে গত কয়েক বছরে হয়ে উঠেছেন পাকিস্তানের তিন সংস্করণের নিয়মিত বোলার। গত আগস্টে ওয়ানডে অভিষেকের পর থেকে খেলা ১৪ ম্যাচে তুলে নিয়েছেন ৩২ উইকেট, যার মধ্যে এশিয়া কাপে খেলা চার ম্যাচে উইকেট ৭টি। শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে নাসিমের ত্রিমুখী পেস আক্রমণের কারণে বিশ্বকাপে পাকিস্তানের বোলিংকে অন্যতম শক্তিশালী ধরা হচ্ছিল।এশিয়া কাপে নাসিম ছিটকে যাওয়ার পর বদলি হিসেবে নেওয়া হয়েছিল জামান খানকে। নাসিমের বিকল্প হতে পারেন মোহাম্মদ হাসনাইনও, তবে ডানহাতি এ পেসারও বর্তমানে চোটে ভুগছেন।পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct