আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ মারাত্মক অসুস্থ বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। শনিবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, কাদিরভ এখন কোমায় রয়েছেন বলে দাবি করেছে অসমর্থিত একটি সূত্র। তার চিকিৎসার জন্য কিডনি বিশেষজ্ঞদের মস্কো থেকে চেচেনিয়ার গ্রোজনিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখার প্রতিনিধি আন্দ্রি ইউসভ দেশটির সংবাদমাধ্যম অবজরিভাটেলকে বলেছেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে, যুদ্ধাপরাধী কাদিরভের অবস্থা গুরুতর। তিনি আগে থেকেই নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। সেগুলোই এখন তাকে গুরুতর অসুস্থ করে তুলেছে।কাদিরভের অসুস্থতার খবর একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা। তবে কোনও ধরনের আঘাতের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েননি বলে জানিয়েছেন আন্দ্রি ইউসভ।তিনি বলেন, ‘কাদিরভ আঘাত পাননি। তার অসুস্থতার বিষয়ে স্পষ্ট হওয়ার জন্য অন্যান্য বিস্তারিত তথ্য প্রয়োজন। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমরা তার পুরো স্বাস্থ্য সমস্যার কথা বলছি।’গত কয়েকদিন ধরেই রমজান কাদিরভের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা আন্দ্রি ইউসভ।মাদকের প্রতি তীব্র আসক্তির কারণে চেচনিয়ার এই নেতার শারীরিক অবস্থা গত কয়েক মাস ধরে খারাপ বলে গুজব রয়েছে। কিডনি জটিলতাসহ নানা ধরনের সমস্যায় ভোগা রমজান কাদিরভকে বিষ প্রয়োগ করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct