আপনজন ডেস্ক: চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তিনি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে নিখোঁজ ছিলেন। আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা এবং চীনা সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগে থাকা তিনজনের মতে, লি-র তদন্ত সামরিক সরঞ্জাম সংগ্রহের সঙ্গে সম্পর্কিত। তবে তিনি কোন সরঞ্জাম কেনার তদন্তের অধীনে ছিল তার বিশদ বিবরণ পায়নি রয়টার্স। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত লি’র নেতৃত্বে থাকা চীনা সামরিক বাহিনীর প্রকিউরমেন্ট ইউনিটের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাও তদন্তাধীন বলে সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগে থাকা দুজন রয়টার্সকে জানিয়েছেন। মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত লি এবং আট কর্মকর্তার তদন্ত সামরিক বাহিনীর শক্তিশালী শৃঙ্খলা পরিদর্শন কমিশন দ্বারা পরিচালিত হচ্ছে বলে ওই দুই ব্যক্তি বলেছেন। লি’র বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত পরীক্ষা এবং তদন্তের সময় সূত্রের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে তৈরি করেছে রয়টার্স। এর মধ্যে প্রতিবেদন তৈরিতে যারা চীনের সিনিয়র রাজনৈতিক ও প্রতিরক্ষা নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এধরনের ব্যক্তি এবং চীনের রাজনীতির ঘনিষ্ঠ জ্ঞান রাখেন এ ধরনের আঞ্চলিক কর্মকর্তাদের সহযোগিতা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct