আপনজন ডেস্ক: দিল্লি পুলিশ রামলীলা ময়দানে সমাবেশ করার অনুমতি না দেওয়ায় তৃণমূল কংগ্রেস এবার তার পরিবর্তে দিল্লির রাজঘাটে গিয়ে প্রার্থনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। ২ অক্টোবর তৃণমূল কংগ্রেস রাজঘাটে যে প্রার্থনায় বসার আয়োজন করেছে তাতে শামিল থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও প্রদীপ মজুমদার। এদিন তারা জানান রাজঘাটে প্রার্থনায় বসলেও কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা আদায় করতে কেন্দ্রীয় গ্রামোন্নন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে দরবার করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৩ অক্টোবর গিরিরাজ সিংয়ের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তার কাছে চিঠি লিখেছেন দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। ওই চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাধিপতি, পঞ্চায়েত প্রধানরা। চিঠিতে আরও বলা হয়েছে, এমএনরেগার অধীনে ১০০ দিনের কাজের জন্য বাংলার দীর্ঘদিনের পাওনা থেকে ক্রমাগত বঞ্চিত হওয়ার গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে ।এছাড়া কর্ম নিশ্চয়তা প্রকল্পে ১১.৬৫ লক্ষ সুবিধাভোগীর পাওনা বকেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। তবে, এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজঘাটে প্রার্থনা সেরে তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রীর হাতে ৫০ লক্ষ চিঠি তুলে দেবেন। ১০০ দিনের কাজ করেও রাজ্যের যেসব মানুষ অর্থ পাননি, তাঁদের সাক্ষরিত চিঠিই গ্রামোন্নয়ন মন্ত্রীর হাতে দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বলেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিভিন্ন শিরোনামে ১.১৫ লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা থেকে বাংলাকে বঞ্চিত করেছে। এমজিএনআরইজিএ, আবাস যোজনা প্রভৃতি প্রকল্পে বাংলার মোট ১৬,০১০.৮৫ কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct