আপনজন ডেস্ক: শুক্রবার মাদ্রিদে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বাংলা কেন লগ্নিকারীদের জন্য উপযুক্ত তা স্পেনের শিল্পমহলের কাছে তুলে ধরেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি স্পেনের ফুটবল লিগ সংস্থা লা লিগা থেকে আশ্বাস অর্জন করে নেন বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়ার জন্য। শনিবার ফুটবলের পীঠস্থান মাদ্রিদে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনাযক সৌরভ গাঙ্গুলি।এদিন লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের আবাসস্থল আইকনিক স্টেডিয়ামের চারপাশ এবং ভিতর বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গলি এবং মুখ্যমন্ত্রী ব্যানার্জিকে দেখানো হয়। লা লিগা কর্তারা যখন স্টেডিয়ামের ট্রফি রুম এবং স্টেডিয়ামে থাকা অন্যান্য নানাবিধ পরিকাঠামো বাংলার দুই কিংবদন্তিকে দেখান তখন তাদের ঘিরে প্রচুর ভিড় জড়ো হয়েছিল।মুখ্যমন্ত্রী ও সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের গ্যালারি যখন পরিদর্শন তখন তাদেরকে লিগা লিগা কর্তারা তাদেরকে সবিস্তার বর্ণনা করেন। বেশ কিছুক্ষণ তারা ওই স্টেডিয়ামে থাকেন।উল্লেখ্য, সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম বিশ্বের অন্যতম আইকনিক ফুটবল ভেন্যু। কিংবদন্তি রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের আবাসস্থল। এটি ১৯৪৭ সালে উদ্বোধনের সময় থেকে একটি সমৃদ্ধ ইতিহাস নিয়ে গর্ব করে। ৮১,০০০ এরও বেশি দর্শকের বসার ক্ষমতা সহ, এটি ম্যাচ চলাকালীন ভক্তদের জন্য একটি বৈদ্যুতিক পরিবেশনা করে থাকে। এর স্থাপত্য জাঁকজমক এবং উদ্ভাবনী নকশার জন্য বিখ্যাত, এটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি সংস্কারের মধ্য দিয়ে গেছে, একটি আধুনিক ক্রীড়া ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে।পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর এই ১২ দিনের সফর স্পেন ও দুবাইকে কেন্দ্র করে। স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গাঙ্গুলি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সাথেও দেখা করেন। পশ্চিমবঙ্গে একটি ফুটবল অ্যাকাডেমি স্থাপনের জন্য একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন তারা। সেই মউ অনুযায়ী ফুটবলের ক্রীড়ানৈপুণ্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধিকে আরও উন্নীত করা হবে। তার জন্যই লা লিগা পশ্চিমবঙ্গে একটি ফুটবল ট্রেনিং অ্যাকাডেমি গড়ে তুলবে।চুক্তি অনুযায়ী, লা লিগার কোচরা ফুটবল অ্যাকাডেমির মাধ্যমে রাজ্যের কোচ ও খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন। যখন স্টেডিয়ামটি মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলি পরিদর্শন করেন তখন তাদের সঙ্গে ছিলেন কলকাতার তিন ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct