নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: গত ১৪ সেপ্টেম্বর চাচণ্ড বি, জে, হাইস্কুলের (এইচ,এস) ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে স্থানীয় মোহনা লজে সাড়ম্বরে অনুষ্ঠিত হল “আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৩”।উক্ত অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের বিদ্যালয়ের পক্ষ হতে “নূর স্মৃতি সম্মাননা” প্রদান করা হয়।স্কুলের এই প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রহিম শাহ, সাহিত্যিক ফারুক প্রধান, কবি আলি সোহরব, লেখক ড. আলহাজ মো: শরীফ আব্দুল্লাহ হিস সাকী, কবি বেবি জাসমিন, কবি ইলাদেবি মল্লিক প্রমুখ। এবং এপার বাংলা হতে উপস্থিত ছিলেন পঃ বঃ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি ও গীটারিস্ট সৌমেন্দু লাহিড়ী,কবি, লেখক ও সম্পাদক মোঃ ইজাজ আহামেদ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবুজ সরকার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল্লা সামিম, তথ্যচিত্র নির্মাতা ও কবি মুজিবুর রহমান, কলিয়াচক কলেজের অধ্যাপক ড. নাজিবর রহমান, অধ্যাপক ড. আব্দুল ওয়াহাব, কবি ও সম্পাদক ইমদাদুল ইসলাম, কবি মোফাক হোসেন, কবি আলিউল হক, কবি ও সম্পাদক হামিম হোসেন মন্ডল, অভিনেতা সৈয়দ শীষমোহাম্মদ মীর, কবি শেখ আশরাফ আলী, লেখক বদরুদোজা হারুন, কবি জালালউদ্দিন রেজা, কবি মোঃ ইসমাইল প্রমুখ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান, এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মীবৃন্দ ও ছাত্র-ছাত্রীগণ। অনুষ্ঠানটি সুন্দর এবং সুচারুভাবে সঞ্চালনা করেন সাবের আলি ও সামিম ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct