আপনজন ডেস্ক: ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই এক বা একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এসব একাউন্টের মাধ্যমে আদান-প্রদান করা ই-মেইলগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য থাকে। শুধু তা-ই নয়, একাউন্টগুলো কাজে লাগিয়ে গুগলের বিভিন্ন সুবিধাও ব্যবহার করতে হয়। তবে আমার, আপনার ও প্রায় প্রত্যেকের সঙ্গেই একবার হলেও হয়ে থাকে যে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যাই। এর ফলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে চাইলেই বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে জিমেইল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড যোগ করে ব্যবহার করা সম্ভব।জিমেইল একাউন্টের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া অনেক সহজ। গুগল বিভিন্ন আলাদা আলাদা মাধ্যমে আমাদের ভুলে যাওয়া জিমেইল এর পাসওয়ার্ড রিসেট করার সুযোগ দিয়ে থাকে। এই প্রক্রিয়াগুলো ব্যবহার করে আপনারা নিজের জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন। জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে আপনার সেই পুরোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। যখন আমাদের জিমেইল একাউন্ট সঠিক ভাবে লগইন হয় না বা লগইন করার সময় ভুল একাউন্ট পাসওয়ার্ড দেখিয়ে থাকে, তখন আমাদের মনে একাউন্ট হ্যাক হওয়ার ভয় অবশ্যই চলে আসে। তবে চিন্তা করবেন না, পাসওয়ার্ড ভুলে যাওয়াটা অনেক সাধারণ একটি ব্যাপার। রিকভারি ই-মেইল এর মাধ্যমে জিমেইল পাসওয়ার্ড যেভাবে রিকভারি করবেন। যদি আপনার গুগল একাউন্টে একটি রিকভারি ই-মেইল বা মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে, জিমেইল পাসওয়ার্ড রিকভারি করাটা কেবল কিছু সেকেন্ডের কাজ।
চলুন দেখেনেই কিভাবে করতে হবে জিমেইল পাসওয়ার্ড রিসেট : প্রথমেই আপনাকে যেতে হবে জিমেইল একাউন্টের লগইন পেজে। যে জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এবার, আপনাকে আপনার একাউন্ট পাসওয়ার্ড দিতে বলা হবে। যেহেতু আপনি নিজের জিমেইল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই নিচে থাকা ফরগেট পাসওয়ার্ড এর লিংকে ক্লিক করুন। এবার পরের পেজে আপনার একাউন্ট রিকভারি অপশন দেখতে পাবেন। এখানে আপনার একাউন্টের সাথে সংযুক্ত থাকা রিকভারি ই-মেইল এড্রেসটি দেখিয়ে দেওয়া হবে ও আপনার রিকভারি ই-মেইল এড্রেসের মধ্যে একটি ভেরিফিকেসন কোড পাঠানোর জন্য বলা হবে। নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করে, আপনি দেখিয়ে দেওয়া রিকভারি ই-মেইল আইডি তে একটি ভেরিফিকেসন কোড পাঠিয়ে দিতে পারবেন। এবার আপনার রিকভারি ই-মেইল আইডিতে একটি ভেরিফিকেসন কোড চলে আসবে গুগল এর তরফ থেকে। এবার ভালো করে সেই কোড টি দেখে একাউন্ট রিকভারি পেজে থাকা এন্টার কোড বক্স এর মধ্যে দিয়ে দিন। কোডটি দিয়ে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করুন। এবার মূল কাজটি হয়ে গেছে এখন আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড এর একটি পেজ দেখিয়ে দেওয়া হবে। পেজটিতে দুটো বাক্স দেখতে পাবেন ক্রিয়েট পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে ক্রিয়েট পাসওয়ার্ড এর বাক্সে একটি নতুন স্ট্রং পাসওয়ার্ড দিন। এবার সেই একি পাসওয়ার্ড নিচে কনফার্ম বাক্সে দিয়ে সেভ পাসওয়ার্ড এর লিংকে ক্লিক করুন। অভিনন্দন, এবার আপনি নিজের পাসওয়ার্ড ভুলে যাওয়া জিমেইল একাউন্টের জন্যে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct