নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: শুক্রবার মৌলালি যুব কেন্দ্রে এফএইটিও তরফে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়। “ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিক্যাল অফিসারস”, পশ্চিমবঙ্গ, “ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স ফেডারেশন” এর ছত্রছায়ায় বিভিন্ন উন্নয়নমূলক বিভাগে কাজ করা এই রাজ্যের সরকারী প্রকৌশলী কর্মকর্তাদের শীর্ষ সংস্থা হল আইএনডিইএফ। তারা পালন করল এই গুরুত্বপূর্ণ দিবস। বিশিষ্ট প্রকৌশলী স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ের জন্মদিন (১৫ সেপ্টেম্বর, ১৮৬১) তাঁর স্মরণে পালন করা ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স দিবস।বলা ভাল কৃষ্ণ রাজা সাগর বাঁধ নির্মাণ সহ প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন তিনি। ১৯৫৫ সালে ‘ভারতরত্ন’ দ্বারা ভূষিত হন তিনি। সংসথার সাধারণ সম্পাদক ই আরসজল কুমার দাস বলেন, গত কয়েক বছরের মতো এ বছরও তারা কারিগরি সেমিনারের মাধ্যমে দারুণভাবে ‘ইঞ্জিনিয়ার্স দিবস’ পালন করা হচ্ছে। এফ এ ই টি ও এর সভাপতি ই আর নীলাঞ্জন সাহা সভাপতিত্ব করেন। বিখ্যাত পর্বতারোহী, ইঞ্জিনিয়ার সৌমেন সরকার সহ অনেককেই এদিন সম্মানিত করা হয় এদিন।“জাতি গঠনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা” ও “পানীয় জল মিশন”। অনিমেষ ভট্টাচার্য, প্রধান প্রকৌশলী, পি এইচ ই ডি “পল্লী উন্নয়নে ইঞ্জিনিয়ারিং” গৌতম রায়, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার, পি এন্ড আর ডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত জানান যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার সেক্রেটারি/ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং পদাধিকারবলে সচিব, প্রধান প্রকৌশলী, সিনিয়র পদে বেশ সংখ্যক পদ বৃদ্ধি করে সর্বোচ্চ স্তরের পরিকাঠামোকে উন্নত করেছেন। সভায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মানস ভুঁইয়া আসার কথা থাকলেও সাড়ে সাতটা পর্যন্ত আসেননি। কয়েক দশক পর ভার্টিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সুপারিনটেনিং ইঞ্জিনিয়ার ও সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার সহ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য চাঁদের দক্ষিণ মেরু কে মানুষ জয় করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct