নকীব উদ্দিন, ডায়মন্ডহারবার, আপনজন: নারী পাচার চক্রের মূল পান্ডা সহ দুই সঙ্গীকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করল ডায়মন্ড হারবার এ সি জে এম আদালত। শুক্রবার সাজা ঘোষণা করেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। জানাযায়, গত ২০১৭ সালে মথুরাপুর থানায় একটি নারী পাচার মামলা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মথুরাপুর থানার পুলিশ জানতে পারেন পাচার হওয়া মহিলা দিল্লীর আগ্রাতে রয়েছে। সেই মতো মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে হানা দিলে পাচার হওয়া মহিলা সহ দক্ষিণ ২৪ পরগনার আরো ৫ জন মহিলাকে উদ্ধারে পাশাপাশি পাচার চক্রের মূল পান্ডা ফারুক আলী গায়েন সহ তার দুই সঙ্গী পিংকি ও মিনা সিংকে গ্রেপ্তার করে পুলিশ। এই পাচার মামলায় গত বৃহস্পতিবার তিনজনকে দোষী সাব্যস্ত করে ডায়মন্ডহারবার এ সি জে এম আদালত। শুক্রবার এই মামলার রায় ঘোষণা করা হয়। নারী পাচার চক্রের মূল পান্ডা ফারুক আলী গায়েন কে নারী পাচার ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে প্রতিটি ধারায় দশ বছরের কারাদন্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়। কোন দিকে নারী পাচার চক্রের আরো দুই সঙ্গী মীনা সিং কে সাত বছরের কারাদণ্ড ও পিঙ্কিকে ১০ বছরের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী পাচার চক্রের মূল পান্ডা ফারুক আলী গায়েন মেয়েদেরকে জালে ফাঁসিয়ে প্রথমে তাদেরকে নিয়ে যেত দিল্লিতে এবং সেখানেই পিংকির কাছেই তাদেরকে রাখত। পরে পিংকি পাচার হওয়া মহিলাদের মীনা সিং এর কাছে বিক্রি করে দিত। মীনা সিং এই পাচার হওয়া মহিলাদেরকে দেহ ব্যবসার কাজে লাগাতো বলে জানা যায়। অভিযুক্তদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, আদালতের রায় কে খতিয়ে দেখে আগামীতে বিচার চেয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct