সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর ‘প্রাক্তন’ স্ত্রী, তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এদিনই মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব পেলেন সুজাতা।একই সঙ্গে এবার বাঁকুড়া জেলা পরিষদে নারী শক্তির জয়জয়কার। আগেই এই জেলা পরিষদে সভাধিপতি নির্বাচিত হয়েছেন তালডাংরার অনসূয়া রায়। এদিন কর্মাধ্যক্ষ নির্বাচনের পর দেখা গেল পূর্ত ও পরিবহনের দায়িত্ব পেয়েছেন অর্চিতা বিদ্, জনস্বাস্থ্যে মমতা সিংহমহাপাত্র, কৃষিতে বিশ্বরুপা ওরফে মৌ সেনগুপ্ত, মৎস্য ও প্রাণী সম্পদ সুজাতা মণ্ডল, শিশু, নারী উন্নয়ন বিভাগে পম্পা দাস বাউরী। এছাড়াও শিক্ষা, সংস্কৃতি বিভাগে হাবিবুর রহমান, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ বিভাগে প্রশান্ত গিরি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।এদিন কর্মাধ্যক্ষ নির্বাচন শেষে সুজাতা মণ্ডল বলেন, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি। অনেক বড় দায়িত্ব পেয়ে মানুষের জন্য কাজ করতে চাই। তবে আপাতত সব কিছু তিনি বুঝে উঠতে চান বলেই জানান।জেলা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ‘পূর্ত দপ্তরে’র দায়িত্ব পেয়ে অর্চিতা বিদ বলেন, জেলার ২২ টি ব্লকেই সমান গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। জেলা পরিষদের সভাধিপতির দৌড়ে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন অর্চিতা। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিগত দিনেও এমন ঘটনা ঘটেছে। তখনকার মতো এখনও দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন বলে জানান।বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় বলেন, সকলে হাতে হাত রেখে একসাথে কাজ করতে চাই। এখন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই তাদের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct