নিজস্ব প্রতিবেদক, হাবড়া, আপনজন: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে স্কুল থেকে বদলির নোটিশ। খবর পেয়ে স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাচ্ছে। পড়ুয়াদের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন প্রধান শিক্ষকও। এই ছবি ধরা পরল হাবড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে।শুক্রবার স্কুল শুরুর আগে থেকেই স্কুলে পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ। প্রধান শিক্ষককে তারা অন্য স্কুলে যেতে দেবে না তাই বিক্ষোভ সামিল হয়েছে স্কুলের শ’পাচেক পড়ুয়া ও কিছু অভিভাবক। প্রধান শিক্ষককে ঘিরে ধরে কান্নার রোল দেখা গেল পরুয়াদের মধ্যে আবেগে কেঁদে ফেললেন শিক্ষক নিজেও। এক ছাত্রী শিক্ষকের চোখের জল রুমাল দিয়ে মুছিয়ে দিচ্ছে এই দৃশ্য ধরা পরল হাবরার আশুতোষ কলোনি এফ পি স্কুলে।এই স্কুলে প্রায় ১৭ বছর ধরে শিক্ষকতা করছেন আলতাফ হোসেন, তাকে হাবড়াই পাশের একটি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে বদলির প্রাথমিক অর্ডার এসেছে। সেটা জানতে পেরে আজ স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবক ও পরোয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর দীপক দে ও হাবরা পৌরসভার প্রধান নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ। পুর প্রধান জানান বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক বলছেন আমি স্কুলে থাকতে চাই তবে সরকারি নির্দেশকে অমান্য করতে পারি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct