নিজস্ব প্রতিনিধি, রাজারহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস নতুন ভবনের উদ্বোধন করলেন লোক সভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। রাজারহাট চৌমাথায় বিমল মুখার্জি ভবন থেকে জেলা কংগ্রেস এর পরিচালনা করা হবে। সেই ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অধীর চৌধুরী বলেন.....সারা ভারতে কংগ্রেসের নতুন করে উত্থান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হিমাচল জিতেছি, আমরা কর্ণাটক জিতেছি। আগামী দিনে ভারতবর্ষের শাসক দল কংগ্রেসের উত্থানে আতঙ্কিত, চিন্তিত। তাই এক দেশ এক নির্বাচনের নামে তারা ভারতবর্ষের রাজনীতিতে জটিলতা তৈরি করার চেষ্টা করছে। কারণ তারা বুঝতে পারছে যদি রাজ্যজুড়ে নির্বাচন হয়ে যায় সেখানে ভারতবর্ষের শাসক দলের কপালে অনেক বড় বড় ধাক্কা আসন্ন। আপনাদের বলে রাখি আগামী দিনের নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় কংগ্রেস ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। আগামীকাল হায়দ্রাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিং। ক্ষমতা আছে বলেই হায়দ্রাবাদেই মিটিং হচ্ছে। তাই আজ নতুন করে কংগ্রেস দলের প্রতি মানুষের আশা ভরসা বিশ্বাস যে দৃঢ় গতিতে বেড়ে চলেছে। সারা ভারত বর্ষ জুড়ে পরিবর্তনের ইঙ্গিত যখন স্পষ্ট। তখন পশ্চিমবঙ্গ দূরে থাকবে না। যখন শীতকাল আছে, তখন বসন্ত আসতে দেরি হওয়ার কথা নয়। আজ যারা সারা ভারতবর্ষ জুড়ে যে পরিবর্তনের ঢেউ, সেই ঢেউ পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। এই আস্থা বিশ্বাস রেখে কংগ্রেস কর্মীদের এতো বড় সহযোগিতাকে স্মরণ রেখে এই অফিস সম্পর্কে এলাকার মানুষ এর ভাবমূর্তি সব সময় যেন উজ্জ্বল থাকে। সেটা রক্ষা করার দায়িত্ব এখানকার কংগ্রেস কর্মীদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct