রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সাংবাদিক দেবমাল্য বাগচীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ, নিঃশর্তভাবে যাবতীয় মামলা প্রত্যাহার, সংবাদ মাধ্যমের কর্মীদের খবর সংগ্রহে বাধা দেওয়ার প্রতিবাদ, পোর্টাল সাংবাদিকদের সরকারি পরিচয় পত্র প্রদান, প্রতিটা ব্লকে সাংবাদিক কর্নার সহ নানাবিধ দাবী নিয়ে মুর্শিদাবাদের সুতিতে মৌন মিছিল করলো সাংবাদিকরা। শুক্রবার সাংবাদিক যৌথ মঞ্চের উদ্যোগে মুখে কালো কাপড় বাঁধে সুতি থানার ব্যাংডুবি মোড় এলাকা থেকে শুরু হয়ে প্রায় তিন কিলোমিটার মিছিল করে সুতি থানা পর্যন্ত। এই মৌন মিছিলে সামিল হন ফরাক্কা, শামসেরগঞ্জ এবং সুতি থানার সাংবাদিকরা। এদিন মৌন মিছিল করার পাশাপাশি সুতি থানার আইসি প্রসুন মিত্র’কে একটি স্মারকলিপীও প্রদান করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। অবিলম্বে যাবতীয় দাবি পূরণ করা না হলে এবং সাংবাদিকদের উপর মিথ্যা মামলা ও আক্রমণ বন্ধ করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংবাদমাধ্যমের কর্মীরা এদিন সাংবাদিক যৌথ মঞ্চের এক সদস্য মইদুল ইসলাম জানান, দিকে দিকে সংবাদ কর্মীদের উপর যখন তখন আক্রমণ করা হচ্ছে। অকারনে মিথ্যা মামলায় সাংবাদিকদের ফাঁসানো হচ্ছে। তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমরা সংবাদ মাধ্যমের কর্মীদের উপর কোন রকম অত্যাচার বরদাস্ত করবো না। আরেক সংবাদ কর্মী সামিম আক্তার জানান, সাংবাদিক দেবমাল্য বাগচী কে অন্যায় ভাবে পুলিশ মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছিল আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে নিঃশর্তভাবে যাবতীয় মামলা প্রত্যাহার করার দাবিতে সরব হন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct