এম মেহেদী সানি, দেগঙ্গা, আপনজন: সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের শেষ দিন ছিল শুক্রবার পর্যন্ত ৷ এদিন জেলা জুড়ে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক ভিড় চোখে পড়ে ৷ উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীর জন্য আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ৷ কুমারপুর হাইস্কুলে অনুষ্ঠিত ওই ক্যাম্পে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সব ধরনের সহায়তার জন্য উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রধান ইত্তেসাম খাতুন ৷ সাধারণ মানুষের অনুরোধে ভিড় সামলাতে প্রয়োজনীয় শংসাপত্র বিতরণের পাশাপাশি প্রধানকে সাধারণ মানুষের বিভিন্ন প্রকল্পের আবেদন পত্র পূরণ করে দিতে দেখা যায় ৷ সংশ্লিষ্ট বিষয়ে প্রধান বলেন, আমি চাই সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে কোন সমস্যায় না পড়ে ৷ এ দিন উপস্থিত ছিলেন বিদায়ী উপপ্রধান ও তৃণমূল নেতা অজিদুল হক সাহাজি (রিঙ্কু সাহাজি) তিনি বলেন এবার দুয়ারে সরকার ক্যাম্পে গতবারের তুলনায় বেশি দুটি প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে ৷ একটি হলো বার্ধক্য ভাতা এবং আরেকটি হলো পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নাম নথিভুক্তিকরনের সুবিধা ৷ তাই ভিড় ছিল গতবারের থেকে বেশি ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct