মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত এই রাস্তা ধরে জড়িয়ে রয়েছে মানুষের রুটিরুজি।তবে বেহাল রাস্তা সংস্কারের কোনো বাস্তবিক চিত্র চোখে পড়ছে না।দুটি গুরুত্বপূর্ণ সেতু ভগ্নপ্রায় অবস্থায়।খানাখন্দে ভোরে গেছে তেলিপুকুর থেকে পোলেমপুর পুলিশ ফাঁড়ির সামনের অংশ।খারাপ রাস্তার দরুন যানজট লেগেই থাকছে সারাদিন।সেই সঙ্গে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে এম্বুলেন্স সকলেই।মুমূর্ষু রোগী রাস্তায় যানজটে আটকে থাকছে।এম্বুলেন্স চালকের অসহায় আকুতি একটু সাইড দিন প্লিজ।কিন্তু নিরুপায় সকলেই।প্রশাসন এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারেনি।পূর্ব বর্ধমান জেলা পরিষদের নতুন সভাধিপতি আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই রাস্তা মেরামত হবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । বিভাগের ইঞ্জিনিয়ার বলেছিলেন টেন্ডার পাস হয়ে গেছে কাজ শুরু হবে তাতেও কাজ শুরু হয়নি। এই রোডের যাতাযাতা করা মানুষেরা জানাচ্ছেন বর্ধমান আরামবাগ রোড আর কতটা যানজট হলে এবং আর কত দুর্ঘটনা প্রাণহানি ঘটলে প্রশাসনের ঘুম ভাঙবে। সদুত্তর দিতে পারছেন না কেউই । সাধারণ মানুষের দিন দিন বাড়ছে ক্ষোভ।দক্ষিণ দামোদর এর এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন প্রশাসন কি মানুষের মৃত্যু না দেখে রাস্তা সংস্কারে হাত দেবেনা?তবে কয়েকদিন আগে কাজ শুরু হলেও অজানা কারণে তা ফের বন্ধ হয়ে যায়।ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রোড বর্ধমান আরামবাগ রোড। অভিভাবকহীন এই রোড যাত্রীদের যন্ত্রণা বাড়িয়েই চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct