আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসি ১ পঞ্চায়েত সমিতির নির্বাচিত কর্মাধ্যক্ষদের নাম প্রকাশিত হল বৃহস্পতিবার। ওই নাম প্রকাশিত করেন গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সহসভাপতি অনুপ চ্যাটার্জ্জী। যেখানে জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ হন বেবি সাউ। কৃষি, সেচ ও সমবায় পান পার্থ সারথী মন্ডল। পূর্ত ও পরিবহনের দায়িত্ব দেওয়া হয় দোলন দত্তকে। এদিকে শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হন মীর সিরাফত আলি। খাদ্য ও সরবরাহ দায়িত্ব পান জয়ন্ত মেটে। বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ হন গৌরাঙ্গ সরকার। মৎস্য ও প্রানী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয় মৌসুমী লাহাকে। শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ ও ত্রাণ এর দায়িত্ব পান ঠাকুরানী বাগদি। ক্ষুদ্র শিল্প, বিদ্যুত ও অচিরাচরিত শক্তি পান সেখ ইমামুল হক। ইতিমধ্যেই সমিতির সভাপতি হয়েছেন আল্পনা বাগদি ও সহসভাপতি হয়েছেন অনুপ চ্যাটার্জ্জী। নাম ঘোষণার সাথে সাথে সকল কর্মাধ্যক্ষদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘোরুই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct