অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরের কল্যাণী ঘাট এলাকায় বসানো হচ্ছে হাইড্রোলিক ট্রলি। পুজোর আগেই পুরো কার্যসম্পন্ন করবার বিষয়ে আশাবাদী পৌর কর্তৃপক্ষ। শুক্রবার সেই কাজের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পুরসভার এমসিআইসি মহেশ পারেখ সহ আরো অনেকে।জানা গিয়েছে, এই হাইডোলিক ট্রলিক কাজ সম্পন্ন হলে খুব সহজেই সদর ঘাট বা কল্যাণী ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে পারবেন পুজোর উদ্যোক্তারা। পাশাপাশি এই হাইড্রোলিক ট্রলির মাধ্যমে বিপদমুক্তভাবে প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হবে।পুজোর আগেই সম্পূর্ণ কার্য সম্পন্ন করবার জন্য লক্ষ্যমাত্রা রাখা হয়েছে পৌরসভার তরফে।এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ৩৮ লক্ষ টাকার কিছু বেশি ব্যয়ে বালুরঘাট সদর বা আত্রেয়ী ঘাট এলাকায় হাইড্রোলিক ট্রলি বসানোর কাজের শুভ সূচনা করা হলো আজ। ইতিমধ্যে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। আজ লেআউট দেওয়া হল। এই হাইড্রোলিক ট্রলির কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি নদী দূষণের মাত্রাও কমবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct