আপনজন ডেস্ক: গেল জুন মাসের শেষের দিক থেকে দেখা যাচ্ছিল না চীনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। তার ঠিক এক মাসের মাথায় ২৫ জুলাই তার স্থলাভিষিক্ত হয়েছিলেন ওয়াং ই। এবার দু’সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। এবারও জল্পনা জোরদার, তারও কি মেয়াদ তবে ফুরনোর পথে?গত ২৯ অগস্ট বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আফ্রিকা শান্তি মঞ্চের একটি অনুষ্ঠানে লি-কে শেষ বারের মতো বক্তৃতা দিতে দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ-খবর নেই। এদিকে জুলাই মাসেই প্রেসিডেন্ট শি জিনপিং চীনা সেনবাহিনীর রকেট ফোর্সে র দুই শীর্ষ কর্মকর্তাকেও পদ থেকে সরিয়ে দিয়েছেন। ঘটনাচক্রে তাদেরও বেশ কিছু দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। পদচ্যুত এই কর্মকর্তাদের মধ্যে চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন এবং দেশের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার তদারকির দায়িত্বে থাকা দুই সেনা জেনারেলও ছিলেন। ফলে এবার লি শাংফুকে নিয়ে জল্পনা তৈরি হলো।রকেট ফোর্সে নতুন জেনারেল নিয়োগের এক সপ্তাহ পর সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়, দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এই রদবদল আনা হয়েছে।এর আগে চলতি ৯ সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজে সেনাবাহিনীতে সংহতি এবং ঐক্য বজায় রাখার বার্তা দিয়েছেন।বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্টের এই বার্তা এবং সেনাবাহিনীতে রদবদল আসলে একটি দুর্নীতিদমন অভিযানের অংশ। গত পাঁচ বছরে সেনাবাহিনী কী কী কিনেছে, তাতে কী ধরনের ‘ডিল’ হয়েছিল, কোনও তথ্য পাচার হয়েছে কি না-এই সবই এখন আতশকাচের তলায়। লি-র নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে এর সম্পর্ক থাকতেও পারে বলে মনে করছেন অনেকে। ১৯৮২ সালে সেনা বাহিনীতে যোগ দিয়েছিলেন লি। এ বছর মার্চে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct