আপনজন ডেস্ক: সৌদি আরবে উমরাহ পালন করতে যাওয়া মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। ফলে এ পোশাক পরিধান করেই মক্কার গ্রান্ড মসজিদে ওমরা করবেন নারীরা। সৌদির উমরাহ ও হজ মন্ত্রণালয় জানায়, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যেকোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে। এক্স পোস্টে মন্ত্রণালয় জানায়, নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না। পাশাপাশি শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।এদিকে পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহ মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।সৌদি আরবে গত দুই মাস আগে থেকেই উমরাহর মৌসুম শুরু হয়েছে। দেশটি ধারণা করছে এবার ১ কোটি মুসলিম ওমরা করতে পবিত্র নগরী মক্কাতে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct