আপনজন ডেস্ক: ফেবারিট হিসেবে এশিয়া কাপ খেলতে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। সুপার ফোরে একমাত্র বাংলাদেশের বিপক্ষে জিতেছে তারা। ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে ২২৮ রানে, আর শ্রীলঙ্কার কাছে গতকাল রাতে হার মানতে হয় শেষ বলে। দলের এমন পারফরম্যান্স নিরাশ করেছে সাবেকদেরও। সাবেক দুই অধিনায়ক শহীদ আফ্রিদি ও রামিজরাজা এমন হারের পর দলের বেশ সমালোচনা করেছেন। রামিজবলেছেন, চাপের মুহূর্তে দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে; আর আফ্রিদি সমস্যা দেখছেন ব্যাটিং অর্ডারে। পাকিস্তানের ম্যাচ হারের কারণ চাপ সামলাতে না পারা—এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার রামিজরাজা। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। কিন্তু পাকিস্তান লাইনের ওপাশে যেতে পারেনি। এ পাড়েই রয়ে গেছে। এখান থেকে এখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে, ফাইনালের পথ বন্ধ হয়ে গেল। আসলে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান, যার প্রভাব এই ম্যাচেও পড়েছে। দেখে মনে হচ্ছিল, দলকে বাধ্য করা হয়েছে ধীরেসুস্থে খেলতে। খুব সতর্কতার সঙ্গে খেলছিল, যেন ভুল না হয়। এরপর আউট হয়ে গেলে কি হবে, এমন ভাবনা দলকে পেয়ে বসেছিল। এ রকম পরিস্থিতিতে দল আর মনখুলে খেলতে পারে না। এ রকম হলে চাপের মুখে প্রতিপক্ষ জিতে যায়।’
চাপের মুহূর্তে ম্যাচ নিজেদের পক্ষে আনতে না পারাই পাকিস্তানের কাল হয়েছে উল্লেখ করে রামিজবলেছেন, ‘পাকিস্তানের জন্য এ ম্যাচে বেশ কিছু চাপের মুহূর্ত এসেছিল, যেখানে পাকিস্তান ম্যাচ নিজেদের পক্ষে নিতে পারত। কিন্তু তারা সেটি পারেনি। আসালেঙ্কা শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছেড়েছে। রিজওয়ান ওর একটি ক্যাচ ছেড়েছে, সহজ ক্যাচই ছিল। সেটি ধরতে পারলে ম্যাচের গতিপথ বদলে যেত। একইভাবে শাদাবের উত্থান-পতন ম্যাচে প্রভাব ফেলছে।’ দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদেরও হারের জন্য দায়ী করেছেন রমিজ, ‘বাবর আজম ও টপ অর্ডারকে খেলার সময় খুবই দ্বিধান্বিত মনে হচ্ছিল; যদিও আবদুল্লাহ শফিক একটি সাবলীল ইনিংস খেলেছে। কিন্তু ম্যাচের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দরকার ছিল, পাকিস্তানের খেলায় সেটি ছিল না। রিজওয়ান ভালো করেছে। ইফতেখারের সঙ্গে শেষের দিকে গিয়ে ইনিংসটা দাঁড় করিয়েছে। পাকিস্তান আক্রমণ করে, কিন্তু অনেক পরে গিয়ে সেটা করে। স্পিন খেলতেও অনেক সমস্যা হচ্ছে। স্পিন ভালো হলে আমাদের ব্যাটসম্যানরা ফেঁসে যায়। এই জায়গাতেও কাজ করতে হবে। সুইংকে কীভাবে খেলবেন, তা–ও ঠিক করতে হবে। হয় আগে খেলছেন বা পেছনে গিয়ে খেলছেন; এই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে।’পাকিস্তানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ; বিশেষ করে ফখর জামানকে খেলানোর বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না সাবেক এই অধিনায়ক, ‘দল নির্বাচন নিয়েও নজর দিতে হবে। আমি জানি না ফখর জামানের কাছ থেকে আপনি আর কী পেতে চান। সে যেন আউট হতেই নামে! আউট হওয়ার পর তার শরীরী ভাষা দেখলে বুঝবেন, মনে হচ্ছিল সে আউট হওয়ার জন্য প্রস্তুত। এ রকম খেলোয়াড়কে কেন খেলাচ্ছেন? আমার মনে হয় ফখর জামানের উচিত নিজে থেকে না খেলা। সে বলতে পারে, আমার বিরতি দরকার। এটা দেখা যাচ্ছে, সে খেলার মধ্যে নেই। অন্যদিকে ইমাম ও সৌদ চোটের জন্য খেলেনি। কিন্তু ওদের দিয়ে অন্তত চেষ্টা করা যেত। পরিস্থিতি এমন ছিল, অর্ধেক ফিট খেলোয়াড়দেরও খেলানো প্রয়োজন ছিল।’নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে ভুগেছেন বাবর আজম। শ্রীলঙ্কার উইকেটে বাবরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে রামিজবলেছেন, ‘বাবর আজমের ওপর এখন চাপ আছে। সেটা নেতৃত্বের এবং রান নেওয়ারও। এ ধরনের উইকেটে সে বেশ বাজে খেলছে। আর ম্যাচ হারলে নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তবে ভারতের বিপক্ষে এত বাজেভাবে হারের পর মানুষ আরও বেশি প্রশ্ন তুলবে। দল নির্বাচনে আরও বিচক্ষণ হতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct