আপনজন ডেস্ক: মাদ্রাজ হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাজীব গান্ধি হত্যা মামলায় দোষী সাব্যস্ত চার শ্রীলঙ্কানকে শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ইমিগ্রেশন ব্যুরোর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার পি ভি অরুণশক্তিকুমার বৃহস্পতিবার তার পাল্টা হলফনামায় এই তথ্য জানিয়েছেন, গত বছর সুপ্রিম কোর্ট যে সাত জন দোষীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল, তার মধ্যে অন্যতম এস নলিনীর দায়ের করা পিটিশনের জবাবে। তিরুচিরাপল্লীর স্পেশাল ক্যাম্প (ফরেনার্স ডিটেনশন সেন্টার) থেকে তার স্বামী শ্রীহরণ ওরফে মুরুগানকে মুক্তি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। আবেদনে নলিনী বলেন, যখন তাকে গ্রেফতার করা হয়, তখন তিনি গর্ভবতী ছিলেন এবং ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর চেঙ্গালপট্টু সাব-জেলে বন্দি অবস্থায় তার মেয়ের জন্ম হয়। তার মেয়ে এখন বিবাহিত ও লন্ডনে বসবাস করছে। নলিনী জানান, তার মেয়ে ব্রিটেনের নাগরিক এবং মুরুগান সেখানে তার সঙ্গে বসতি স্থাপন করতে চান। তাছাড়া তিনি তার স্বামীকে স্পেশাল ক্যাম্প থেকে মুক্তি দেওয়া দাবি জানান, যাতে তিনি চেন্নাইয়ে তারসঙ্গে থাকতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct