সারিউল ইসলাম, লালবাগ, আপনজন: অস্ত্রসহ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার চার কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করল ভগবানগোলা থানার পুলিশ। ধৃতদের নাম জঙ্গল শেখ ওরফে আজিজ শেখ, মইনুর আলী ওরফে মোনাই, লালু শেখ এবং আজিবুর শেখ অরফে আজাদ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের প্রত্যেকের নামে ২৫ থেকে ৩০ টি করে ডাকাতি, ছিনতাই, খুন সহ বিভিন্নরকম কেস রয়েছে। বুধবার গভীর রাতে ভগবানগোলা থানার পুলিশ রামচাঁদমাটি পেট্রোল পাম্পের সামনে টহল দিচ্ছিলো। সে সময় পুলিশ দেখে তারা পালাতে চেষ্টা করে তখনই পুলিশের সন্দেহ হওয়ায় তাদের পিছনে ধাওয়া করে আটক করে তাদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। তাদের প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায়। ধৃতদের প্রত্যেকের বয়স ৩০-৪৫ এর মধ্যে।বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবিষয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, ‘ধৃত ব্যক্তিরা প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতী, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানায় তাদের নামে অসংখ্য মামলা রয়েছে। তবে কি উদ্দেশ্যে তারা ওই রাতে সেখানে জড়ো হয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি, অবশ্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় ধরনের তথ্য মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct