অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিশেষভাবে সক্ষম নাগরিকগণের সহায়তা মূলক উপকরণ বিতরণ করা হলো বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে আয়োজিত এদিনের এই বিশেষভাবে সক্ষম নাগরিকদের সহায়তায় মূলক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। পাশাপাশি, এদিনের এই অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিণ কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, মহকুমা শাসক গঙ্গারামপুর পি প্রমথ, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ আরো অনেকে। জানা গিয়েছে, এদিন একটি কর্মসূচির মধ্যে দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের হাতে ট্রাই সাইকেল সহ অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়। এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, ‘বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যুগের সাথে তাল মিলিয়ে চলাফেরা করতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেজন্য তাদের বিশেষ ধরনের যন্ত্রাংশ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।আজ প্রায় ৮০ জন বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে এই যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct