নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর, আপনজন: দিঘা সমুদ্রের স্নান করার সময় বৃহস্পতিবার তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা। বর্তমানে ওই পর্যটক দীঘা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনার পলতা থানা এলাকা থেকে গতকাল পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দিঘায় বেড়াতে আসেন সুব্রত সর্দার। বয়স ২৮। বৃহস্পতিবার সকালে স্ত্রী এবং কন্যাকে নিয়ে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে স্নান করতে যান। স্নান করার সময় কিছুটা মাঝ সমুদ্রে চলে গেলে সেখানেই তিনি তলিয়ে যান। তখনই কর্তব্যরত নুলিয়ারা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যায়। তার অক্সিজেন চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার কৌশিকি অমাবস্যা তিথি ,তাই সমুদ্র উত্তাল থাকার কারণে এমনই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে সকালে বৃষ্টি বাড়তেই দীঘার সমুদ্রে শুরু ব্যাপক জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের। সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত চলছে পূর্বমেদিনীপুর জেলাজুড়ে। বৃষ্টি উপেক্ষা করে সৈকত নগর দিঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করতে সৈকত জুড়ে ভিড়ে ঠাসা হাজার হাজার পর্যটক।। সমুদ্রের তীব্র জলরাশির ভয়ঙ্কর রূপ দেখতে গার্ড ওয়েল এর সামনে ভিড় করেছেন পর্যটকেরা কার্টুন। তবে কিছুটা হলেও হতাশ হচ্ছেন পর্যটকেরা কারণ সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে গা ভাসাতে পারছেন না তারা। প্রশাসনিক নির্দেশে সুমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাষন। নামতে দেওয়া হচ্ছে না সমিদ্রে । তবে সৈকত থেকেই জলোচ্ছ্বাসের আনন্দ ক্যামেরা বন্দী করতে সেলফি তোলার হিরিক লেগেছে দিঘা সমুদ্র সৈকতে। পর্যটকরা ক্যামেরা বন্দী করছেন জলোচ্ছ্বাসের সেই ভয়ঙ্কর দৃশ্য। সৈকত জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct