আপনজন ডেস্ক: ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর প্রথম দেশ হিসেবে চীন আফগানিস্তানের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। তালেবান বলেছে, ঝাও জিংয়ের নিয়োগ অন্য দেশের জন্য তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি লক্ষণ। কারণ অন্য কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তারা মানবাধিকার লঙ্ঘন ও নারীর অধিকার নিষ্পেষণের জন্য সমালোচিত হয়েছে।তালেবান নেতারা বুধবার রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে ঝাওকে একটি জমকালো অনুষ্ঠানে স্বাগত জানান। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও উপস্থিত ছিলেন। ঝাও ওয়াং ইউর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত মাসে রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদ শেষ করেছেন।বিশ্লেষকরা বলছেন, ঝাওয়ের নিয়োগ এই অঞ্চলে দৃঢ়ভাবে প্রভাব প্রতিষ্ঠিত করতে চীনের পদক্ষেপের অংশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, তারা আফগানিস্তানের সঙ্গে ‘সংলাপ ও সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখবে’ এবং দেশটির প্রতি তার নীতি ‘স্পষ্ট ও ধারাবাহিক’। ঝাওয়ের নিয়োগ আফগানিস্তানে চীনা রাষ্ট্রদূতদের ‘স্বাভাবিক আবর্তনের’ অংশ বলেও তারা উল্লেখ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct