আপনজন ডেস্ক: আসছে বিশ্বকাপে কিছুটা নতুন বেশে দেখা যাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সুরক্ষাব্যবস্থার অংশ হিসেবে প্রত্যেক অজি ব্যাটারদের খেলতে হবে নেক গার্ড নিয়ে।আগামী ১ অক্টোবর থেকে সব ধরণের ক্রিকেটে নেক গার্ড পরা বাধ্যতামূলক করে বৃহস্পতিবার ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই নিয়ম ভাঙলে খেলোয়াড়দের শাস্তির সম্মুখীন হতে হবে।২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটে ঘাড়ে বল লেগে মর্মান্তিক মৃত্যু হয় অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ফিলিপ হিউজের। এরপর ঘাড় সুরক্ষার জন্য এই গার্ড ব্যবহারের সুপারিশ করেছিল সিএ। কিন্তু এখনও অনেক অভিজ্ঞ খেলোয়াড়কেও সেভাবে এই গার্ড ব্যবহার করতে দেখা যায়নি।গত সপ্তায় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বাউন্সার এসে আঘাত হানে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের ঘাড়ে। সুরক্ষা ব্যবস্থা থাকায় রক্ষা পান গ্রিন। এর মাত্র এক সপ্তাহের মধ্যে নিয়মে বাধ্যবাধকতার ঘোষণা দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সব ব্যাটসম্যানকেই এই গার্ড পরতে দেখা যাবে।এই গার্ড পরাকে অতীতে ‘বিরক্তিকর’ বলেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের মতো অভিজ্ঞরা। অনেকে অনুশীলনে এটা পরলেও ম্যাচে এড়িয়ে গেছেন। এবার আর সেই সুযোগ সেই স্মিথ-ওয়ার্নারদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct