আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এখন সে রাজ্যের মানুষদের তুলনায় গরুদের গুরুত্ব বেশি। পথ চলতি গরু বাছুরের খাবারের জন্য বরাদ্দ প্রতি মাসে ১৫০০ টাকা হলেও সে রাজ্যের ষাটোর্ধ্ব মানুষ, দরিদ্র এবং বিধবাদের পেনশন মাসে মাত্র ১০০০ টাকা। ২০২২-২৩ সালে উত্তর প্রদেশের বাজেটে গবাদি পশুর খাদ্যের ক্ষেত্রে খরচ, প্রতি পশুর জন্য এক দিনের নিরিখে ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছে। ফলে মাসে সেই খরচ পশু প্রতি ১৫০০ টাকা হচ্ছে। অপরদিকে ষাটোর্ধ্ব বর্ষীয়ান ও দরিদ্রদের প্রতি মাসে ১০০০ টাকা পেনশন হিসাবে দেওয়ার জন্য ব্যায় বরাদ্দ হয়েছে। যার মোট অর্থ ৬,০৬৯ কোটি টাকা। আর বিধবাদের ক্ষেত্রে মাস গেলে প্রত্যেকের জন্য ১০০০ টাকা অর্থ ধার্য করা হয়েছে যা মোট ৩২৯৯ কোটি টাকা। ফলে উত্তরপ্রদেশে মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct