আপনজন ডেস্ক: বিরোধী জোট ইন্ডিয়া বৃহস্পতিবার ঘোষণা করেছে, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ১৪ জন টেলিভিশন উপস্থাপকের শো বয়কট করবে। যদিও এই সিদ্ধান্তকে বিজেপি জরুরি অবস্থার সাথে তুলনা করেছে। ইন্ডিয়া-র মিডিয়া কমিটি এই সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট করার এবং এই জাতীয় চ্যানেল বা প্ল্যাটফর্মে তাদের দ্বারা আয়োজিত বিতর্কে তাদের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের মুখপাত্র পবন খেরা, যিনি বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বলেন, গত নয় বছর ধরে কিছু চ্যানেল ‘নফরাত কা বাজার’ (ঘৃণার বাজার) স্থাপন করেছে। ইন্ডিয়া জোট এক বিবৃতিতে যে ১৪জন অ্যাঙ্করকে বয়কট করছে তারা হলেন, অদিতি ত্যাগী, অমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিংহন, অর্ণব গোস্বামী, অশোক শ্রীবাস্তব, চিত্রা ত্রিপাঠী, গৌরব সাওয়ান্ত, নাভিকা কুমার, প্রাচী পরাশর, রুবিকা লিয়াকত, শিব অরুর, সুধীর চৌধুরী ও সুশান্ত সিনহা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct