আপনজন ডেস্ক: বিদেশে গিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিরাচরিত রুটিনে কোনও পরিবর্তন ঘটালেন না। ১২ দিনের স্পেন সফরে গিয়েও পায়ে সেই হাওয়াই চটি, আর সাদা শাড়ি। নিত্য দিনের মতো সকালে প্রাতঃভ্রমণে হাঁটার অভ্যাসের ব্যতিক্রম ঘটেনি মাদ্রিদেও। সদলবলে মাদ্রিদ শহরের পার্কে সেখানকার বাসিন্দারা যখন জগিং বা স্বাস্থ্য কসরতে ব্যস্ত তখন তার মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে ঘড়ি আর হাওয়াই চটি পায়ে হালকা দৌড় তাদের নজর কাড়ে। মমতার দৌড়ে হিমশিম খেতে হয় তার সফরসঙ্গী নিরাপত্তারক্ষী, পুলিশ কর্তা, সাংবাদিক এবং কয়েক জন শিল্পপতিকেও। মাদ্রিদে আসার পথে দীর্ঘ বিমানযাত্রার কারণে সকালের জগিং না করাটা এভাবেই তিনি পুষিয়ে নেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াকে যখন ব্যস্ত, তখন সন্ধ্যায় সফর শুরুর বৈঠকের দিকেও তার নজর। স্পেনের ফুটবল লিগ লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে একপ্রস্থ শলা পরামর্শ অবশ্য তার আগেই সারা হয়ে গেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি ও হাওয়াই চটি পরে হাঁটতে হাঁটতে বার্তা দিয়েছেন ‘ফিট থাকুন, সুস্থ থাকুন!’ মাদ্রিদের পার্কে তার সফরসঙ্গীদের সঙ্গে জগিং করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘রিফ্রেশিং মর্নিং। একটি চমৎকার যোগব্যায়াম আপনাকে সামনের দিনের জন্য শক্তি জোগাতে পারে। ফিট থাকুন, সবাই সুস্থ থাকুন। মুখ্যমন্ত্রীরর সকালের রুটিন যখন জোরকদমে চলছিল তখন তার খেয়াল থেকে বাদ যায়নি বাংলার প্রশাসনিক বিষয় কিংবা ইন্ডিয়া জোটের রাজনৈতিক প্রসঙ্গ। পথ চলার মাঝেই মাঝে মাঝে খোঁজ নেন রাজ্যের পরিস্থিতির। আর ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে পরামর্শ দিতে থাকেন। মুখ্য নির্বাচন কমিশনারের নিযোগ সংক্রান্ত বিলের বিরোধিতায় সংসদে ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করার বার্তা দেন। তবে, এদিনের কর্মসূচির মধ্যেই তিনি এক স্পেনীয়কে দেখে থমকে যান যিনি পিয়ানো জাতীয় বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। তার কাছ থেকে সেই অ্যাকর্ডিয়ন নিয়ে সফরসঙ্গীদের অনুরোধে সুর তুললেন, ‘আমরা করব জয়’। উই শ্যাল ওভার কাম-এর ছন্দে মেতে ওঠেন সফরসঙ্গীরা। আর তাতিয়ে তাতিয়ে উপবোগ করেন সেখানকার স্পেনীয়রাও। মমতা এই গানের মাধ্যমে বার্তা দিলেন, বাঙলায় বিনিয়োগের লক্ষ্য নিযে তিনি যে বিদেশ সফর করছেন তাতে তিনি সফল হবেন। বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct