আপনজন ডেস্ক: এক প্রসূতি মহিলার রাস্তায় সন্তান প্রসবের অভিযোগ উঠছে বরগুনায়। হাতপাতালে পর্যাপ্ত প্রসবের ব্যবস্থা নেই বলে দায় এড়িয়ে যাওয়ায় বরগুনা জেনারেল হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সকালে মুন্নী নামের এক প্রসূতি নারী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানের দায়িত্বরতদের দ্রুত প্রসবের ব্যবস্থা করার জন্য আকুতি করেন তিনি। কিন্তু তারা এতে রাজি না হয়ে উল্টো হাসপাতাল থেকে অন্য বেসরকারি হাসপাতালে যেতে বলেন। উপায় না পেয়ে পরিবারের লোক শহরের বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এর কিছুক্ষণের মধ্যে ওই মহিলার প্রসব যন্ত্রণা আরও বেড়ে যায়। যার ফলে বাধ্য হয়ে রাস্তায় সন্তান প্রসব করেন। এসময় প্রসূতিকে কাতরাতে দেখে পাশের এক এনজিওর কর্মী নাজমা বেগম ছুটে এসে সাহায্য করেন। ওই এনজিওকর্মী নাজমা বেগম বলেন, রাস্তায় একটি টোটোতে ওই মহিলাকে কাতরাতে দেখে এগিয়ে যাই। এনজিওর ভেতরে নিয়ে আসার আগেই রাস্তায় তার সন্তান প্রসব হয়। এরপর দ্রুত নাড়ি কেটে বেঁধে দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে নবজাতক ও তার মাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা বলেন, আমাকে জানানো হয়েছে- হাসপাতালে বিলম্ব দেখে ওই প্রসূতির স্বজনরা তাকে নিয়ে চলে যায়। পরে হাসপাতালে ভর্তি হলে শিশুটিকে আমি দেখতে যাই। তবে, এখনো নবজাতক ও মাকে ছাড়পত্র দেওয়া হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct