দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদায় ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন মালদা জেলার পিছু ছড়ছে না।একের পর এক মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত বলা যায়। গতকাল কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়ি পৌচায়। ফের আজ মালদার ইংলিশবাজার ব্লকের শোভানগর অঞ্চলের পিরপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়ি পৌঁছালো। মৃত পরিযায়ী শ্রমিকের বোন আমিনা খাতুন বলেন আমার দাদা আসগার মোমিন গত তিন মাস আগে ব্যাঙ্গালোরে টাওয়ারের কাজে গিয়েছিলেন, এরপরে কাজ করে বাড়ি ফিরছিলেন। ট্রেনে ওঠার সময় একবার কথা হয়েছিল। আমরা বারবার ফোন করলেও ফোন ধরেনি। তারপর আর কথা হয়নি। সেখান থেকে পুলিশ আমাদের ফোন করে জানিয়েছে। গতকাল হাওড়া স্টেশনে তার মৃতদেহ পাওয়া গেছে। আমাদের অনুমান ট্রেনে মারা গেছে। মৃত আজগর মোমিনের বয়স ৩৪ বছর। পরিবারে রয়েছে মা-বাবা বোন ও ছোট ছোট দুই ছেলে। অথৈয় জলে গোটা পরিবার। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি ফেকু মোমিন, শোভানগর অঞ্চল উপ প্রধান মজিবর রহমান, সহ পরিবারের লোকজন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct