নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা, আপনজন: বুধবার দুপুরে হঠাৎ করেই বিদ্যালয় এর মধ্যে অসুস্থ হয়ে পড়ল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লক -২ এর আখেরীগঞ্জ হাইস্কুলের ঘটনা। প্রায় ৭০-৮০জনকে পেটে ব্যথার উপক্রমে নিয়ে আসা হয় নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কয়েকজন ছাত্রছাত্রী বলেন তারা বিদ্যালয়ের মিড ডে মিলের ভাত,ডিম খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে ব্যাথা শুরু হয় ।আবার অন্যান্য ছাত্রছাত্রীরা বলেন, তারা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খাইনি । কিন্তু তাদের পেটে ব্যাথা শুরু হলে তাদেরকে নসীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । ঘটনাই রীতিমতো এলাকায় আতঙ্কের পরিবেশে সৃষ্টি হয়। নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসরত ডাক্তাররা বলেন, কি থেকে এই পেটে ব্যাথা তা বোঝা যাচ্ছে না। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগে মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। যদি এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্রদের ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। মিড ডে মিলে যে খাবার দেওয়া হয়েছিল সেগুলো পরীক্ষা করার দাবি জানিয়েছে গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct