রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: আগামী ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। প্রায় ১৫ বছর বাদে বাম ছাত্র যুব সংগঠনের ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে । এর আগেও বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৮ সালে শেষবার বাম যুব সংগঠনের ডাকে বিগ্রেড সমাবেশ হয়েছিল ৷ সামনে লোকসভা ভোট তার আগেই রাজ্য জুড়ে যুব সমাজকে বামেদের দিকে টানতে সিপিএমের রাজ্য সম্পাদক মো সেলিমের নতুন দাওয়ায় যুব নেত্রী মীনাক্ষী মুখার্জীকে সামনে রেখে ব্রিগেডে সমাবেশে থেকে ঘুরে দাড়াতে একাধিক কর্মসূচী। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি কান্দি মহকুমা জুড়ে দেওয়াল লিখনের শুরু করেছেন। জানুয়ারিতে ব্রিগেড। তার আগেও থাকছে একগুচ্ছ কর্মসূচি। আগামী দু’মাস ধরে টানা রাস্তায় নেমে প্রচার চালাবে ডিওয়াইএফআই। জেলায় জেলায় চলবে প্রচার। এরপর আগামী ৩ নভেম্বর ডিওয়াইএফআই প্রতিষ্ঠা দিবসে রাজ্যজুড়ে পদযাত্রার ডাক দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। হাতিয়ার বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান, শিল্প-কারখানা, কাজে স্থায়ীকরণের দাবি। এই সব ইস্যুগুলিকে সামনে রেখেই মাঠে ময়দানে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মরিয়া বামেদের যুব শিবিরে শ্বেত পতাকার ধারক-বাহকরা। এ বিষয়ে যুব নেতা জামির মোল্লা বলেন “ শিক্ষিত বেকার যুবকেরা স্কুলে থাকার কথা অথচ তারাই বছরের পর রাস্তায় , কেন্দ্রীয় বিজেপির সরকার জাতের নামে বিদ্বেষ ছড়াচ্ছে। প্রতি মাসে বেকারের সংখ্যা, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। আত্মহত্যা বাড়ছে। যাঁরা নিজেদের জীবন যন্ত্রণার কথা বলছেন, তাঁদের সবাইকে আমন্ত্রণ।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct