সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: দামি মোবাইল ও নগদ টাকার ব্যাগ কুড়িয়ে পেয়ে জিয়াগঞ্জ থানায় জমা করলো নবম শ্রেণীর ছাত্র ও তার বন্ধু। হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেয়ে খুশি পেশায় ওষুধ ব্যবসায়ী তপন কুমার দত্ত।মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানা এলাকার ঘটনা।জানা গিয়েছে, নবম শ্রেণীর ছাত্র রাজিব ঘোষ ও তার স্কুল ছুট বন্ধু শিবা মন্ডল সোমবার সন্ধ্যায় স্টেশনের পাশ দিয়ে ফুটবল খেলে বাড়ি ফিরছিলো, সে সময় জিয়াগঞ্জ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া রেল লাইনের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। তারা ব্যাগ খুললে দেখতে পায় সেখানে একটি দামি মোবাইল, বেশ কিছু নগদ টাকা, একটি চাবির গোছা এবং বেশ কিছু জরুরী কাগজপত্র সেই ব্যাগে ছিলো। তারা বাড়ি গিয়ে ফোন করে তাদের গৃহ শিক্ষক দেবজ্যোতি বসু মল্লিককে। তিনি দুই নাবালককে থানায় গিয়ে ব্যাগটি জমা করার কথা বলেন। সেই মতো তারা থানায় গিয়ে সেই ব্যাগটি জমা করে। রাজিব ঘোষ জিয়াগঞ্জ বীরেন্দ্র সিং সিংঘী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং শিবা মন্ডল বর্তমানে স্থানীয় একটি হোটেলে রান্নার কাজে সাহায্য করে। তাদের গৃহশিক্ষক দেবজ্যোতি বসু মল্লিক বলেন, ‘পারিবারিক কারণে শিবা স্কুল ছুট হয়েছে ঠিকই, কিন্তু আমার দুই ছাত্র আজ যে কাজ করলো তা নিয়ে আমি আজ খুবই গর্বিত।’হারিয়ে যাওয়া ব্যাগের মালিক, লালগোলা থানার পাহাড়পুরের বাসিন্দা পেশায় ওষুধ ব্যবসায়ী তপন কুমার দত্ত বলেন, ‘আমি বহরমপুর থেকে ফিরছিলাম। কিভাবে জিয়াগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মের নিচে ওই ব্যাগ গেলো বুঝে উঠতে পারছি না। তবে ভাগ্যিস ওই ছেলে দুটির চোখে পড়েছিল ব্যাগটি। আমি সমস্ত কিছু অক্ষত অবস্থায় ফিরে পেয়েছি, আমি খুব খুশি।’খুশি হয়ে ওই ব্যবসায়ী অত্যন্ত সাধারণ পরিবারের দুই ছেলের হাতে কিছু বকসিস তুলে দিতে চেয়েছিলেন কিন্তু তাতেও রাজিব ও শিবা দুজনেই না করে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct