আপনজন ডেস্ক: প্রাণীর ওপর নিষ্ঠুরতার কারণে হিমাচল প্রদেশে ভূমিধস ও প্রবল বর্ষণ হয়েছে বলে দাবী করলেন আইআইটি মান্ডির পরিচালক লক্ষ্মীধর বেহেরা। সে কারণে তিনি নিজের শিক্ষার্থীদের মাংস না খাওয়ার শপথ নিতে বলেন। তার এই মন্তব্যে তুমুল তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীধর বেহেরা বলেন, 'হিমাচল প্রদেশের ব্যাপক অধঃপতন হবে, যদি আমরা প্রাণীহত্যা বন্ধ না করি। আপনার এখানে প্রাণী জবাই করছেন।ওরা সব নিরীহ প্রাণী। পরিবেশের অবনতির সঙ্গেও এর মিথোজীবী সম্পর্ক আছে।ওদের পর্যাপ্ত না থাকাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না। সে কারণে ভূমিধস, প্রবল বর্ষণসহ আরও অনেককিছু হচ্ছে বারবার।এই সবই প্রাণীর ওপর নিষ্ঠুরতার প্রভাব। মানুষ যেদিন থেকে মাংস খাওয়া বন্ধ করবে, সেদিন থেকে প্রকৃতি শান্ত থাকবে। নানান দূর্যোগ বন্ধ হবে।' শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বেহেরা এ কথা বলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যা নিয়ে তৈরি হয়েছে বির্তক। তিনি আরও বলেন, 'ভালো মানুষ হতে হলে কী করতে হবে? মাংস খাওয়া যাবে না।' তার মন্তব্য নেটিজেনদের কাছ থেকে ব্যাপক সমালোচনা কুড়ায়। এ বিতর্কের বিষয়ে বেহেরার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct